ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

মোনেম মুন্নার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২১

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ডিফেন্ডার মোনেম মুন্নার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ১২ ফেব্রুয়ারি সকাল ৬টায় না ফেরার দেশে চলে যান।

১৯৮১ সালে পাইওনিয়ার ফুটবল দিয়ে মুন্নার ক্যারিয়ার শুরু। আবাহনীর ঘরের ছেলে কিংব্যাক মুন্না কলকাতা ইস্টবেঙ্গলে খেলেছেন ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত। ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। 

এক মৌসুমে (১৯৯১ সালে ২০ লাখ টাকা) সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়া ফুটবলার মোনেম মুন্না।

ক্ষণজন্মা এই ফুটবলারের স্মরণে নানা কর্মসূচি রয়েছে মোনেম মুন্না সংসদ ও তার পরিবারের সদস্যদের। মোনেম মুন্না স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ বলেন, ‘সকালে মোনেম মুন্নার কবর জিয়ারত করা হবে। এরপর তার কবরস্থান থেকে মোনেম মুন্না স্মৃতি সংসদের কার্যালয় পর্যন্ত শোক র‌্যালি, বিকালে কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া নারায়ণগঞ্জে মুন্নার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।’
এসএ/
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি